হিটলারের ছদ্মবেশ
হিটলার কোনো এক রাতে ছদ্মবেশে বার্লিনের সবচেয়ে অভিজাত সিনেমা হলে সিনেমা দেখতে গেল। উদ্দেশ্য সিনেমা দেখা নয় । হাফ টাইমে হিটলারের ছবি পর্দায় ফুটে উঠলে সকলে দাঁড়িয়ে সম্মান করছে কিনা, সেটা পরখ করে নেওয়া।
হাফ টাইমে পর্দায় হিটলারের ছবি ভেসে উঠতেই সকলে দাঁড়িয়ে হিটলারের গুণকীর্তন শুরু করে দিলো। হিটলার দাঁড়াল না, সে নিজেই তো হিটলার। কিন্তু এটা তার মাথায় ছিলো না যে সে ছদ্মবেশে এসেছে, হিটলার বেশে নয়।চারিদিকে হিটলারের জয়ধ্বনি। শুনে হিটলার ভীষণ আনন্দিত হয়ে উঠল। হিটলারের পাশে থাকা মানুষটি জয়ধ্বনি দেওয়ার ফাঁকে লক্ষ্য করেন তার পাশের ব্যাক্তিটি বসে রয়েছে। তিনি ছদ্মবেশী হিটলারের উদ্দেশ্যে বললেন-
"দাঁড়িয়ে যাও ভাই, হিটলারের জয়ধ্বনি দাও। নইলে শুয়োরের বাচ্চা হিটলার আর তার পোষা কুকুরের দল (নাৎসি বাহিনী) তোমাকে বিপদে ফেলে দেবে। 😁😁
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন